icon

গোপনীয়তা নীতি

জুমজার্নাল ডট কমের সার্ভিস ব্যবহারের সময় আপনার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি। এ তথ্যগুলোকে ওয়েবসাইটের উন্নয়নে কাজে লাগানো হয়। এ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দেবার জন্য আমরা নিম্নলিখিত গোপনীয়তা নীতি অনুসরণ করি। ভবিষ্যতে এ নীতিতে কোন পরিবর্তন আনা হলে সে সম্পর্কে আপনাকে জানানো হবে।

 

তথ্য সংগ্রহ ও সংরক্ষণ

১. সরাসরি সংগৃহীত তথ্যঃ

জুমজার্নালে রেজিস্ট্রেশনের সময় আমরা শুধু আপনার সদস্য পরিচয় (Username) ও ইমেইল ঠিকানা (E-mail address) জানতে চাই। আপনি এ ওয়েবসাইটে সরাসরি অন্য কোন তথ্য প্রদান করলে (যেমন, প্রোফাইল পরিবর্তনের মাধ্যমে আপনার পুরো নাম আপডেট করলে) সে তথ্যও আমরা সংগ্রহ করতে পারি। জুমজার্নালের সার্ভিস পরিচালনা, ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য এ তথ্যগুলো ব্যবহার করা হয়। রেজিস্ট্রেশনের সময় আপনি যে সদস্য পরিচয় (Username) নির্বাচন করেন, তা পরবর্তীতে পরিবর্তন করার কোন উপায় নেই।

 

২ . তৃতীয় পক্ষ (Third Parties) থেকে সংগৃহীত তথ্যঃ

আমরা তৃতীয় কোন পক্ষ থেকে আপনার সম্পর্কে তথ্য পেতে পারি। উদাহরণস্বরূপ, আপনি যদি ফেসবুক/গুগল প্লাস/টুইটারের মাধ্যমে জুমজার্নাল ডট কমে “Like/Share/Tweet/+1” অপশন ব্যবহার করেন, তাহলে উপরিউক্ত তৃতীয় পক্ষ আপনার সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য আমাদেরকে দিতে পারে। তৃতীয় পক্ষ দ্বারা সরবরাহকৃত তথ্যের মধ্যে থাকতে পারে সংশ্লিষ্ট সার্ভিসে ব্যবহৃত আপনার সদস্য পরিচয় (যেমন, Google+ User ID) বা আপনি যেসব তথ্য আমাদের কাছে সরবরাহ করতে ঐ সার্ভিসকে অনুমতি দিয়েছেন অথবা ঐ সার্ভিসের মাধ্যমে উন্মুক্ত (Public) রেখেছেন। তবে সরবরাহকৃত তথ্য উল্লিখিত তথ্যের মধ্যে সীমিত নয়। তাই আপনার উচিত তৃতীয় পক্ষের ওয়েবসাইটের গোপনীয়তা বিষয়ক সেটিংস (Privacy Settings) যাচাই করা ও ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তাতে পরিবর্তন আনা।

 

৩. অ্যানালিটিক্স (Analytics) থেকে সংগৃহীত তথ্যঃ

জুমজার্নাল ডট কমের অনলাইন ট্রাফিক ও ব্যবহারের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবার জন্য আমরা অ্যানালিটিক্স টুল (Analytics Tool) ব্যবহার করি। এর মধ্যে তৃতীয় পক্ষের টুলও (যেমন, Google Analytics) থাকতে পারে। এ টুলগুলো আপনার মোবাইল ডিভাইস বা ব্রাউজার থেকে পাঠানো তথ্য সংগ্রহ করে। সংগৃহীত তথ্যের মধ্যে থাকতে পারে আমাদের ওয়েবসাইটে আপনার ব্রাউজ করা পেইজ সম্পর্কিত তথ্য, যা বর্তমান সার্ভিসের উন্নয়নে সহায়তা করবে। তবে অ্যানালিটিক্সের তথ্যগুলো থেকে কোন নির্দিষ্ট ব্যবহারকারীকে আলাদাভাবে চিহ্নিত করা যায় না।

 

৪. লগ ফাইল সম্পর্কিত তথ্যঃ

প্রতিবার জুমজার্নাল ডট কমের সার্ভিস ব্যবহার করার সময় আপনার ব্রাউজার বা মোবাইল ডিভাইস আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে লগ ফাইল সম্পর্কিত তথ্য প্রদান করে। নির্দিষ্ট কিছু লগ ফাইল তথ্য আমাদের সার্ভারে সংরক্ষিত থাকে। যেমন, আপনার ইন্টারনেট প্রটোকল (Internet Protocol- IP) ঠিকানা, ব্রাউজারের ধরন ও আমাদের ওয়েবসাইটের পেইজ বা লিংকসমূহে আপনার কার্যক্রম সম্পর্কিত তথ্য। তবে ব্যক্তি-পরিচয় নির্ণয়কারী কোন তথ্য সার্ভারে সংগৃহীত বা সংরক্ষিত হয় না।

 

সংগৃহীত ও সংরক্ষিত তথ্যের ব্যবহার

১. যোগাযোগঃ

সংগৃহীত ও সংরক্ষিত তথ্যগুলোকে আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করি। সার্ভিস বিষয়ক যেকোন তথ্য (উদাঃ আপনার সদস্য অ্যাকাউন্ট সম্পর্কিত কোন আপডেট/পরিবর্তন) জানাতে আমরা আপনাকে ইমেইল পাঠাতে পারি।

 

২. সুনির্দিষ্ট তথ্যের ব্যবহারঃ

আমরা সংগৃহীত ও সংরক্ষিত তথ্যগুলোকে এমনভাবে ব্যবহার করি যেন (ক) পরবর্তীতে আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করলে তথ্যগুলো আপনাকে পুনরায় দিতে না হয়; (খ) আমাদের সার্ভিসের কার্যকারিতা মনিটর (Monitor) করা সম্ভব হয়; (গ) ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা, ট্রাফিক ও ব্যবহারকারীদের ধরন সম্পর্কে জানা যায়; (ঘ) যান্ত্রিক কোন সমস্যা নির্ণয় ও সমাধান করা সম্ভব হয়; (ঙ) আপনি লগইন করার পর প্রয়োজনীয় তথ্য পেতে আপনাকে সহায়তা করা যায় এবং (চ) ওয়েবসাইট আপডেট করার পর সমস্যা ছাড়া আপনার ব্রাউজার বা ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা সম্ভব হয়।

 

৩. তথ্য প্রদানঃ

আপনি যেসব তথ্য আমাদের ওয়েবসাইটে প্রদান করেন, তা আপনার অনুমতি ছাড়া তৃতীয় কোন পক্ষের কাছে আমরা বিক্রি করি না ও করবো না। তবে নিম্নলিখিত ব্যবহারের ক্ষেত্রে আমরা অনুমতি নিতে বাধ্য নইঃ

• জুমজার্নাল ডট কমের সার্ভিস নিশ্চিত করার জন্য তৃতীয় কোন পক্ষের সাথে সংগৃহীত ও সংরক্ষিত তথ্য আমরা বিনিময় করতে পারি। এক্ষেত্রে শুধু প্রয়োজনীয় তথ্য (উদাঃ লগ ফাইল তথ্য) প্রদান করা হবে। ব্যক্তি-পরিচয়ের জন্য সংবেদনশীল কোন প্রকার তথ্য জুমজার্নাল ডট কম সরবরাহ করে না ও করবে না।

• আপনি আমাদের ওয়েবসাইটে স্বেচ্ছায় কোন উপাদান (উদাঃ মন্তব্য) পোস্ট করলে তা, জুমজার্নালের হস্তক্ষেপ ব্যতীত, সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে উপাদানটি পরবর্তীতে মুছে ফেলা সম্ভব নাও হতে পারে। কোন কারণে ওয়েবসাইট থেকে উপাদানটি সরিয়ে ফেলা হলেও ক্যাচড (Catched) পেইজে তা থেকে যেতে পারে অথবা ওয়েবসাইটের কোন সদস্য বা ব্যবহারকারী কপি (Copy) করে নিজের কাছে রেখে দিতে পারেন। তাই কোন উপাদান যদি সবার কাছে উন্মুক্ত করতে না চান, তাহলে দয়া করে তা জুমজার্নাল ডট কমে পোস্ট করা থেকে বিরত থাকুন।

• জুমজার্নাল ডট কম পরিচালনা ও ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত কোন ব্যক্তি ছাড়া আপনার আইপি (IP) ঠিকানা কেউ দেখতে পারবেন না। তবে আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের কোন সার্ভিস এমবেডেড (Embedded) অবস্থায় থাকলে (উদাঃ ইউটিউব ভিডিও) সংশ্লিষ্ট পক্ষ স্বয়ংক্রিয়ভাবে আপনার আইপি (IP) ঠিকানা জানতে পারবেন।

 

৪. বাধ্যতামূলক তথ্য প্রদানঃ

কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জুমজার্নাল ডট কম তৃতীয় কোন পক্ষের কাছে আপনার সম্পর্কিত তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। বাংলাদেশে প্রচলিত কোন আইনের সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য কিংবা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বৈধ কোন আইন প্রয়োগকারী সংস্থার আদেশক্রমে এ নীতি বাস্তবায়ন করা হবে।
অন্য ওয়েবসাইট ও সার্ভিসের লিংক

জুমজার্নাল ডট কম ওয়েবসাইটে দেয়া অন্য কোন ওয়েবসাইট ও সার্ভিসের কোন ধরনের তথ্য বা উপাদানের জন্য আমরা দায়িত্ব বহন করি না। বর্তমান ওয়েবসাইট থেকে আপনি অন্য ওয়েবসাইটে গেলে আমাদের গোপনীয়তা নীতি প্রযোজ্য নয়। তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও সার্ভিসসমূহ নিজস্ব নিয়মনীতি দ্বারা পরিচালিত হয়। তাই তাদের কোন একটিকে আপনি যদি ব্যক্তিগত নির্দিষ্ট কোন তথ্য ব্যবহার করার অনুমতি দেন, তাহলে সে তথ্যের উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। সংশ্লিষ্ট ওয়েবসাইট বা সার্ভিস তেমন কোন অনুমোদিত তথ্য আমাদের কাছে সরবরাহ করলে তার দায়িত্ব জুমজার্নাল ডট কমের উপর বর্তাবে না।


© 2017 - 2025 Jumjournal | All rights reserved